Welcome to Design Bine
Design Bine এ স্বাগত, আপনি ডিজাইনার হিসাবে Design Bine এ আপনার নিজের তৈরী করা ডিজাইন ৭০% কমিশন রেটে পাবলিশ করতে পারবেন।
Design Bine এ কি কি ফাইল ফর্মেটে পবলিশ করা যাবে?
উত্তর: Canva, AI, EPS, SVG, PSD
কান্ট্রিবিউটর দেরকে কিভাবে এবং কখন পেমেন্ট করা হবে?
আপনার একাউন্টে মিনিমাম ৫০০ টাকা ব্যালেন্স থাকতে হবে। ব্যাংক এবং মোবাইল ব্যাংকি এর মাধ্যমে প্রতি মাসের ৫ থেকে ৭ তারিখের ভিতর সকল পেমেন্ট সম্পন্ন করা হবে। ৫ থেকে ৭ এর ভিতর যদি পেমেন্ট করা না হয় তার বিস্তারিত উল্লেখ করে কান্ট্রিবিউটর দের মেইল করা হবে।
ফাইল সাইজ এবং আকৃতি কত হবে?
Preview Image Size 1440 বাই 960 (Template Download Link).
ফাইল কিভাবে আপলোড দিব?
আপনার ডিজাইন কৃত AI, EPS, SVG, PSD ফাইল গুলো Google Drive/Mega/IceDrive বা অন্যান্য স্টোরেজ সাইটে আপলোড করে PDF ফাইলে ডাউনলোড লিংক দিয়ে ওই PDF ফাইলটি আপলোড দিতে হবে।
প্রোডাক্ট টাইটেল এবং টেগ ব্যবহারের ক্ষেত্রে কোন নিয়ম আছে?
আপনি বাংলা কিংবা ইংরেজী ২ ভাবেই টাইটেল দিতে পারেন।
১৫ টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। তবে টেগ হতে হবে আইটেম স্পেসিফিক। যেমন poster, poster design, mahfil poster, social media post, social media template, flyer design, flyer template, business card, business card design, etc. মোট কথা এমন ট্যগ দিতে হবে যেটা আপনার প্রোডাক্টটিকে আইডেনটিফাই করে।
ডেসক্রিপশনে কি লিখতে হবে?
ডেসক্রিপশনে আপনি প্রোডাক্টটি সম্পর্কে প্রয়োজনীয় নোট গুলো লিখে দিতে হবে যাতে ক্রেতা কিনার আগে বিস্তারিত জনতে পারে। যেমন ফটো যুক্ত আছে কিনা, ফ্রি নাকি প্রিমিয়াম ফন্ট ব্যবহার করেছেন, কেনভা হলে প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করেছেন কিনা, ইত্যাদি।
পণ্যের দাম নির্ধারনের কোন নীতিমালা আছে?
আপনার পন্যের মান অনুযায়ী ৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা দাম নির্ধারণ করতে পারেন। এর থেকে বেশি দাম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
কোন ধরণের প্রোডাক্ট পাবলিশ করা যাবে না?
অন্যের ডিজাইন নিজের প্রোফাইলে পাবলিশ করা যাবে না।